আমাদের কার্যক্রম
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ দেশের স্বীকৃত ও অস্বীকৃত বিশেষ বিদ্যালয়গুলোর অধিকার রক্ষা, শিক্ষা উন্নয়ন ও ন্যায্যতা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের কার্যক্রমের মূল দিকগুলো হলো:
✅ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক, মানসম্মত ও মানবিক শিক্ষা নিশ্চিত করা।
✅ প্রতিবন্ধী শিক্ষার্থীদের পুনর্বাসন, দক্ষতা বিকাশ এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ।
✅ বিশেষ শিক্ষা প্রদানকারী শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার অবসানে তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সচেষ্ট থাকা।
✅ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয়সমূহকে এমপিওভুক্তির আওতায় আনার জন্য আন্দোলন ও প্রচারণা চালানো।
✅ অন্যদিকে, দেশের বহু প্রতিবন্ধী বিদ্যালয় এখনো সরকারি স্বীকৃতি থেকে বঞ্চিত—এই অবিচার দূর করে তাদের সঠিক পরিচিতি, অধিকার ও প্রতিষ্ঠা নিশ্চিত করাও আমাদের অন্যতম অঙ্গীকার।
✅ জনসচেতনতা বৃদ্ধি ও সরকারি নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি, সেমিনার ও ক্যাম্পেইন আয়োজন।
✅ নীতিনির্ধারকদের সঙ্গে গঠনমূলক সংলাপের মাধ্যমে ন্যায্য দাবিগুলো তুলে ধরা।
🎯 আমাদের লক্ষ্য ও অ্যাকশন
আমাদের লক্ষ্য:
🔹 বিশেষ শিশুদের শিক্ষা, মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গঠন।
🔹 স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে এমপিওভুক্তির আওতায় আনা এবং অস্বীকৃত বিদ্যালয়গুলোকে দ্রুত সরকারি স্বীকৃতি প্রদান নিশ্চিত করা।
🔹 শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা।
🔹 একটি সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে প্রতিবন্ধী ব্যক্তিদের মূল ধারায় ফিরিয়ে আনা।
আমাদের অ্যাকশন:
🔸 শিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও দাবি উত্থাপন।
🔸 নানা পর্যায়ের প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে একীভূত আন্দোলন গড়ে তোলা।
🔸 শিক্ষক-কর্মচারীদের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও মানোন্নয়নে পরিকল্পিত কর্মসূচি গ্রহণ।
🔸 সামাজিক সচেতনতা তৈরিতে গণমাধ্যম, নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার সঙ্গে পারস্পরিক সহযোগিতা।
“স্বীকৃতির অপেক্ষায় শত শত প্রতিবন্ধী বিদ্যালয়!
এমপিও ও স্বীকৃতি এখন আর বিলাসিতা নয়—এটা তাদের অধিকার।”